টেস্ট ক্রিকেটের ইতিহাসে সাউথ আফ্রিকার বাজিমাত। তৃতীয় দল হিসেবে টানা ১০ টি টেস্ট ম্যাচ জিতে রেকর্ডবুকে নাম লেখালেন প্রোটিয়ারা। শেষ ম্যাচে জিম্বাবুয়েতে স্বাগতিকদের ইনিংস ও ২২৬ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে উইয়ান মুল্ডারের সাউথ আফ্রিকা। তাতেই ১৭ বছর পর টেস্ট ক্রিকেটে টানা ১০ টেস্ট জয়ের রেকর্ড গড়েছে দলটি।
অতীতে টানা দশটি টেস্ট ম্যাচ জয়ের রেকর্ড শুধু অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের দখলে ছিল। এবার সেই এলিট ক্লাবের সদস্য হলেন সদ্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী সাউথ আফ্রিকা দল। ওয়েস্ট ইন্ডিজ ১৯৮৪ সালে সর্বপ্রথম এ এলিট ক্লাবের সদস্য হয়। এক বছরে তারা টানা ১১টি টেস্ট জিতেছিল।
অস্ট্রেলিয়া দুইবার ১৯৯৯ থেকে ২০০১ পর্যন্ত ধারাবাহিকভাবে ১৬ টি ম্যাচে জয় পায় । একইভাবে ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত ধারাবাহিকভাবে ঠিক ১৬টি ম্যাচে জয় আসে অজিদের। প্রোটিয়ারা এবার ধারাবাহিকভাবে গতবছর থেকে টানা ১০টি টেস্টে জয় পেয়েছে।
টানা জয়ের শুরুটা হয় ২০২৪ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৪০ রানে হারানোর মাধ্যমে। লর্ডসে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রোটিয়ারা নিশ্চিত করে টানা অস্টম জয়ে এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ।
যা ২৭ বছর পরে প্রোটিয়াদের প্রথম আইসিসি শিরোপা। এর আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল দলটি। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ে এবার ১৭ বছর পরে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের রেকর্ডে ভাগ বসালেন প্রোটিয়ারা।