সাইনবোর্ড মোড় থেকে বাস-মাইক্রোবাস সবই চলছে দ্বিগুণ-তিন গুণ ভাড়ায়

সাইনবোর্ড মোড় থেকে বাস-মাইক্রোবাস সবই চলছে দ্বিগুণ-তিন গুণ ভাড়ায়

স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আজ রোববার সকাল পৌনে সাতটায়  নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এসেছেন ব্যবসায়ী আকমল হোসেন (৩৮)। মায়ের সঙ্গে ঈদ করতে চট্টগ্রাম যাবেন। সকাল সোয়া সাতটায় জনপ্রতি এক হাজার টাকা ভাড়ায় একটি মাইক্রোবাসে চড়ে বসে পরিবারটি। ভাড়া নিয়ে ভাবনা নেই। প্রত্যাশার চেয়েও সহজে বাড়ি যাওয়ার সুযোগ পেয়েছেন, এতেই খুশি।

আকমল হোসেন যখন মাইক্রোবাসে চড়ে বসেছেন, ঠিক তখন সাইনবোর্ড মোড় এলাকার প্রায় ৩০০ মিটার এলাকাজুড়ে বিভিন্ন বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল, পিকআপ ভ্যান ডেকে ডেকে যাত্রীবোঝাই করছে। স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ-তিন গুণ ভাড়ায় চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে এসব পরিবহন।

Scroll to Top