সমাবেশ শেষে হাসপাতালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান – DesheBideshe

সমাবেশ শেষে হাসপাতালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান – DesheBideshe

সমাবেশ শেষে হাসপাতালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান – DesheBideshe

ঢাকা, ১৯ জুলাই – সমাবেশে বক্তব্য প্রদানকালে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে সমাবেশ শেষে তাকে হাসপাতালে নেওয়া হয়। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ থেকে জানানো হয়, দলের আমিরের প্রেশার, সুগার লেভেল ঠিক আছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডা. শফিকুর রহমানের সুস্থতার জন্য দোয়া চেয়েছে দলটি।

শনিবার (১৯ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। এর কিছুক্ষণ পরই তিনি উঠে কথা বলেন। গরমের কারণে অসুস্থ হন বলেও জানান জামায়াত আমির।

অসুস্থ হওয়ার পর মঞ্চে বসে বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

এরপর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি কথা বলতে শুরু করে আবারও অসুস্থ হয়ে পড়েন। জামায়াতের স্বেচ্ছাসেবক ও চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন।

অসুস্থ অবস্থায় মঞ্চে বসেই মাইক হাতে নিজের সমাপনী বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৯ জুলাই ২০২৫



Scroll to Top