সময় টেলিভিশন আস্থা ও ভরসা অর্জনে অদ্বিতীয়: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী | বাংলাদেশ

সময় টেলিভিশন আস্থা ও ভরসা অর্জনে অদ্বিতীয়: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী | বাংলাদেশ

<![CDATA[

মানুষের আস্থা ও ভরসা অর্জনে সময় টেলিভিশন অদ্বিতীয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

তিনি বলেন, এটি প্রথম সারিতে এমনিতেই আসেনি। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরে সমাজের অসঙ্গতিগুলো বিশ্লেষণ করে সমাধানে ভূমিকা রেখেছে। ফলে মানুষ বিশ্বাস করেছে। সাধারণ মানুষের এ আস্থা অর্জন অনেক বড় ব্যাপার।

আস্থাটাকে ধরে রেখে সামনের দিনগুলোতেও সময় টেলিভিশন আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সোমবার (১৭ এপ্রিল) রাতে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া প্রেসক্লাব হলরুমে সময় টেলিভিশনের যুগপূর্তি উদযাপনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

 

বস্তুনিষ্ঠটা ধরে রেখে সমাজের উন্নয়নে সময় টেলিভিশন আরও বেশি ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

 

আরও পড়ুন: সারাদেশে সময় টেলিভিশনের যুগ পূর্তি উদযাপন

 

প্রেসক্লাবের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন খন্দকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, সাবেক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাবিবুর রহমান, বাসসের প্রতিনিধি ও সাবেক সদস্য সচিব এম ফখরুল হক, বাংলা ভিশনের সাংবাদিক ও সাবেক সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, দৈনিক সংবাদ ও নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন সাংবাদিক সোহান আহমেদ কাকন, বাংলা ট্রিবিউন ও চ্যানেল টোয়েন্টিফোরের হানিফ উল্লাহ আকাশ, বৈশাখী টিভির সানাউল হক সানি, মাই টিভির আনিসুর রহমানসহ ক্লাবের অন্যান্য সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, ছাত্রলীগ ও সুশীল সমাজের নেতারা। এ ছাড়া সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন। 

]]>

Scroll to Top