সভায় বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ কাদের সিদ্দিকী | চ্যানেল আই অনলাইন

সভায় বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ কাদের সিদ্দিকী | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের বর্ধিত সভায় বক্তব্যে দেয়ার সময় অসুস্থ হয়ে পড়েছেন কাদের সিদ্দিকী।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে সখীপুর খান মার্কেটে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন কৃষক শ্রমিক জনতালীগের সখীপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর খান।

কৃষক শ্রমিক জনতালীগের সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব বলেন, বক্তব্য দেয়ার সময় শারীরিকভাবে অসুস্থবোধ করেন বঙ্গবীর । কিছুক্ষণ পরই বঙ্গবীর কাদের সিদ্দিকী বক্তব্য শেষ করেন। পরে তাকে সখীপুর নিজ বাসায় নিয়ে আসা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনজন ডাক্তার আসেন। পরে কাদের সিদ্দিকীকে দেখে সুস্থ বলেন। তিনি এখন নিজ বাসায় বিশ্রাম নিচ্ছেন ও সুস্থ আছেন।

Scroll to Top