কিন্তু যে উইকেটে বোলাররা দাপট দেখান, এমন উইকেটে খেলে কি এশিয়া কাপের প্রস্তুতি ঠিকঠাক হবে? পৃথিবীর বেশির ভাগ মাঠে টি–টোয়েন্টি মানেই ব্যাটসম্যানদের দাপট। সংযুক্ত আরব আমিরাতের এশিয়া কাপেও তেমনই হওয়ার কথা।
এ কারণেই উইকেটকে দায় না দিয়েও পাকিস্তানের অধিনায়ক সালমান আগা বলেছেন, ‘এটা এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্য আদর্শ পিচ নয়।’ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে মানিয়ে নিয়ে উইকেট অনুযায়ী খেলেই ভালো করতে হবে, মিরপুরে প্রথম দুই ম্যাচে সেটি পারেননি বলে মনে করেন সালমান। তাহলে এশিয়া কাপের প্রস্তুতির জন্য আদর্শ কেন নয়? ওই উত্তরও দিয়েছেন পাকিস্তান অধিনায়ক, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য এমন প্রস্তুতি আমরা চাই না। কারণ, সামনে এমন উইকেট পাব না।’
বাংলাদেশের অধিনায়ক লিটন দাস অবশ্য বলছেন ভিন্ন কথা। সংবাদ সম্মেলনের শুরুতে এশিয়া কাপ প্রস্তুতি নিয়ে এক প্রশ্নে তিনি দিয়েছেন গত বছর ওয়েস্ট ইন্ডিজে টি–টোয়েন্টি বিশ্বকাপের সময় কম রানের উদাহরণ। তবে যখন জানতে চাওয়া হলো, এশিয়া কাপের আগে চট্টগ্রামের ব্যাটিং উইকেটে খেললে বাংলাদেশের জন্য ভালো হতো কি না, লিটন বলেছেন, ‘আপনি যখন, প্রতিদিন নিয়মিত ১৮০–১৯০ রানের উইকেটে খেলবেন। একদিন ব্যর্থ হবেন, পরের দুইটাতে ব্যর্থ হবেন। এই তিনটা ম্যাচেই কারও পরিকল্পনা ছিল না, ১৮০ হতে পারে।’
