সন্তান জন্মদানের পর জাতীয় দলের নারী ফুটবলারের মৃত্যু – Allrounder BD

সন্তান জন্মদানের পর জাতীয় দলের নারী ফুটবলারের মৃত্যু – Allrounder BD

সন্তান জন্মদানের পর জাতীয় দলের নারী ফুটবলারের মৃত্যু – Allrounder BD

বৃহস্পতিবার পুত্র সন্তান জন্ম দেওয়ার পর সাতক্ষীরায় মারা গেছেন বাংলাদেশ নারী দলের ফুটবলার রাজিয়া সুলতানা। ২৫ বছর বয়সেই পরপারে পাড়ি জমালেন তিনি। ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত রাজিয়া খেলেছেন জাতীয় ও বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে। নারী ফুটবল লিগে খেলেছেন নাসরিন স্পোর্টিং ও এএফসি ব্রাহ্মণবাড়িয়ার জার্সিতে।

বুধবার রাতে গ্রামের বাড়ি সাতক্ষীরায় সন্তান প্রসব করেন রাজিয়া। সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ হয় তার। সেই রক্তক্ষরণের পর মৃত্যু হয় রাজিয়ার।

২০১৭ সালে থাইল্যান্ডে এএফসি অ-১৬ চ্যাম্পিয়নশিপের মূলপর্বে খেলেছিলেন রাজিয়া। পরের বছর সাফ অ-১৮ ভুটানের চ্যাম্পিয়ন দলেও ছিলেন তিনি। ছিলেন জাতীয় দলের ক্যাম্পেও। রাজিয়ার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন ইস্টবেঙ্গলের হয়ে খেলতে এখন ভারতে থাকা জাতীয় দলের ফুটবলার ও সাবেক সতীর্থ সানজিদা আক্তার।

 

Scroll to Top