নানা চড়াই-উৎরাই পেরিয়ে আবারও গ্রাহকদের মাঝে ফিরছে ইভ্যালি। গ্রাহকদের মধ্যে নিজেদের প্রচার বাড়াতে এরইমধ্যে তাদের ফেসবুক ভেরিফাইড পেইজে বিজ্ঞাপন দিয়েছে, ‘পণ্য নিন, টাকা দিন, উপভোগ করুন আকর্ষণীয় পণ্য!’
রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে Evaly.com.bd পেজে পোস্ট করা হয়, ‘সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি, পিক অ্যান্ড পে এবং ক্যাশ বিফোর ডেলিভারিতে উপভোগ করুন আকর্ষণীয় সকল পণ্য!’
মাত্র দুই ঘণ্টায় পোস্টটিতে প্রায় ৯ হাজার কমেন্টস পড়েছে। আর শেয়ার করা হয়েছে ৭৭০ টি। পেজে ইভ্যালির পক্ষে-বিপক্ষে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন গ্রাহকরা।
একজন গ্রাহক লিখেছেন, ‘আবার উঠে দাঁড়ান। এরপর দেনা পরিশোধ করেন।’ এসকে সেন নামের এক গ্রাহক লিখেছেন, ‘পাওনা টাকাগুলো পরিশোধ করেন’।
অনেকে আবার তাদের আগের অর্ডার করা পণ্য-টাকা ফেরত দেওয়ার কথাও বলেছেন।