সঞ্জয় দত্তর প্রথম স্ত্রী, ৩২ বছর বয়সেই ক্যানসারে মৃত্যু হয় এই অভিনেত্রীর

সঞ্জয় দত্তর প্রথম স্ত্রী, ৩২ বছর বয়সেই ক্যানসারে মৃত্যু হয় এই অভিনেত্রীর

সঞ্জয় দত্তর স্ত্রী মান্যতা দত্তর নাম অনেকেই জানেন। তাঁদের যমজ সন্তান ইকরা ও শহরানের খোঁজখবর রাখেন কেউ কেউ। কিন্তু খুব কম মানুষই জানেন, মান্যতা সঞ্জয়ের তৃতীয় স্ত্রী। এর আগে তিনি ছিলেন মডেল রিয়া পিল্লাইয়ের (১৯৯৮-২০০৮) স্বামী। তবে সঞ্জয়ের জীবনের সবচেয়ে মর্মস্পর্শী অধ্যায় তাঁর প্রথম বিয়ে—অভিনেত্রী রিচা শর্মাকে ঘিরে।

দেব আনন্দের দেওয়া প্রতিশ্রুতি থেকে বলিউডে অভিষেক
১৯৬৪ সালে দিল্লিতে জন্ম রিচা শর্মার। ছোটবেলায় মা–বাবার সঙ্গে চলে যান নিউইয়র্কে। সেখানেই অভিনেতা-পরিচালক দেব আনন্দের সঙ্গে তাঁর পরিচয়। তখন বয়স মাত্র ১৩ কি ১৪, কিন্তু রিচার স্বপ্ন ছিল বলিউডে নায়িকা হওয়ার। দেব আনন্দও প্রতিশ্রুতি দিয়েছিলেন বয়স হলে তাঁকেই নায়িকা করবেন।
সেই প্রতিশ্রুতি পূরণ হয় ১৯৮৫ সালে। দেব আনন্দের পরিচালনায় ‘হাম নওজওয়ান’ ছবিতে অভিষেক ঘটে রিচা শর্মার। একই ছবিতে অভিষেক হয় টাবুরও, যিনি এখনো বলিউডের প্রথম সারির অভিনেত্রী। এরপর রিচা অভিনয় করেন ‘ইনসাফ কি আওয়াজ’ (১৯৮৬), ‘সদাক ছাপ’ (১৯৮৭), ‘অনুভব’ (১৯৮৭)-এর মতো ছবিতে।

Scroll to Top