সংস্কারের নামে ষড়যন্ত্র হলে দেশে অশান্তি সৃষ্টি হবে: তারেক রহমান | চ্যানেল আই অনলাইন

সংস্কারের নামে ষড়যন্ত্র হলে দেশে অশান্তি সৃষ্টি হবে: তারেক রহমান | চ্যানেল আই অনলাইন

গণতন্ত্রের জন্য শহীদদের প্রত্যাশীত বাংলাদেশ না গড়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কারের নামে কোনো ষড়যন্ত্র হলে দেশে অশান্তি সৃষ্টি হবে। যত দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, তত দ্রুতই বাংলাদেশ সঠিক পথে হাঁটবে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলার সাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় ক্রসফায়ারে নিহত ফেনীর যুবদল নেতা মাসুদের পরিবারকে ঘর উপহার প্রদান করেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, সংস্কার সংস্কার করে সময় দীর্ঘ করা কোন ষড়যন্ত্র কিনা তা আমাদের দেখতে হবে। বর্তমানে আমাদের ভেতর অনেক অনুচর প্রবেশ করে বিভ্রান্তি তৈরি করার নীলনকশা করছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারকে বিচারের আওতায় আনতে সবাইকে ঐকবদ্ধ থাকতে হবে। গণতন্ত্রের জন্য শহীদদের প্রত্যাশীত বাংলাদেশ না গড়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে বলেও উল্লেখ করেন তিনি।

GOVT

Scroll to Top