Last Updated:
পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম আজিমউদ্দিন শেখ। তার বাড়ি বেলডাঙা থানার খিদিরপুর ভাবদা এলাকায়।

বেলডাঙা: হাত বদল করার আগেই করার ৫টি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ৩টি গুলি -সহ গ্রেফতার এক যুবক। বেলডাঙার ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে মুর্শিদাবাদের বেলডাঙা থানার ভাবতা সংলগ্ন এলাকায় অভিযান চালায় বেলডাহা থানার আইসি সমিত তালুকদার। সঙ্গে ছিল তার টিম। এলাকায় অভিযান চালানোর সময় এক যুবককে ঘোরাফেরা করতে দেখে তাকে সন্দেহ হলে তাকে আটক করে তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৫টি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন, তিনটি গুলি। তারপরে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম আজিমউদ্দিন শেখ। তার বাড়ি বেলডাঙা থানার খিদিরপুর ভাবদা এলাকায়। ধৃত যুবককে বৃহস্পতিবার ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। কোথায় থেকে এল এত পরিমাণে আগ্নেয়াস্ত্র? কী কাজের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল? এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে? ঘটনার পুরো তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 28, 2025 2:11 PM IST