শেষ মুহূর্তের নাটকীয় গোলে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

শেষ মুহূর্তের নাটকীয় গোলে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ লেগানেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয় নিয়ে খুব বেশি সংশয় ছিল না সমর্থকদের। কিন্তু বাস্তবতা হলো, লেগানেস তাদের কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল। দুই গোলে এগিয়ে যাওয়ার পরও রিয়ালকে ঘাম ঝরিয়ে জয় আদায় করতে হয়েছে, আর সেই জয় এসেছে একেবারে শেষ মুহূর্তে।

৯৩ মিনিটে গঞ্জালো গার্সিয়ার হেড থেকে পাওয়া লক্ষ্যভেদই নির্ধারণ করে দিয়েছে ম্যাচের ভাগ্য। ৩-২ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লস ব্লাঙ্কোসরা।

চোটের কারণে ম্যাচে ছিলেন না কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যাম। বেঞ্চে রাখা হয়েছিল ভিনিসিউস জুনিয়রকেও। তা সত্ত্বেও শুরুটা দুর্দান্ত করেছিল রিয়াল মাদ্রিদ। ত্রয়োদশ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে এন্দ্রিকের একটি দুর্বল শট প্রতিপক্ষের গোলরক্ষক রুখে দেন। তবে পাঁচ মিনিট পরই গোলের দেখা পায় রিয়াল। রদ্রিগোর বাড়ানো বল থেকে লুকা মদ্রিচ দুর্দান্ত এক শটে এগিয়ে দেন দলকে।

২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তরুণ এন্দ্রিক। ছয় গজ বক্সের সামনে থেকে সহজ ফিনিশে বল জালে জড়ান তিনি। কিন্তু লেগানেস হাল ছাড়েনি। ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান হুয়ান ক্রুস। রিয়ালের তরুণ ডিফেন্ডার ইয়াকোবো রামনের হাতে বল লাগলে রেফারি স্পট-কিক দেন, যা নিখুঁতভাবে কাজে লাগায় লেগানেস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই রদ্রিগোর বদলি হিসেবে মাঠে নামেন ভিনিসিউস জুনিয়র। কিন্তু সহজ দুটি সুযোগ নষ্ট করে হতাশ করেন তিনি। এরপরই যেন প্রতিশোধ নেয় লেগানেস। ৫৯তম মিনিটে হুয়ান ক্রুসের দ্বিতীয় গোলে ২-২ সমতায় ফেরে স্বাগতিকরা।

সমতায় ফেরার পর আক্রমণের গতি বাড়ায় রিয়াল মাদ্রিদ। ব্রাহিম দিয়াজ ও ভিনিসিউস দুজনেই গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হন, তাদের শট ফিরে আসে পোস্টে লেগে।

ম্যাচের অতিরিক্ত তিন মিনিটের শেষ মুহূর্তেই আসে নির্ণায়ক গোল। ডান দিক থেকে ব্রাহিম দিয়াজের ক্রসে ছয় গজ বক্সে লাফিয়ে দুর্দান্ত হেড করেন বদলি খেলোয়াড় গঞ্জালো গার্সিয়া। তার গোলেই নাটকীয় জয় পায় রিয়াল মাদ্রিদ, নিশ্চিত হয় কোপা দেল রের সেমিফাইনাল।
ঢাকাপ্রতিদিন/এআর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Scroll to Top