এই খবরটি পডকাস্টে শুনুনঃ
টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৪ আসরে ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচে কয়েক দফা হানা দিয়েছিল বৃষ্টি। অপেক্ষা পেরিয়ে ওভার কমিয়ে খেলা গড়ালেও শেষ পর্যন্ত জয় হয়েছে বৃষ্টির। ইংল্যান্ডকে ব্যাটিংয়ের সুযোগ না দিয়েই পরিত্যক্ত হয়েছে লড়াই। স্কটিশদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই আসর শুরু করতে হয়েছে ইংলিশদের।
বার্বাডোজে বৃষ্টির শঙ্কা ছিল আগে থেকেই । তবে যথাসময়েই টস সম্পন্ন হয়। টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। এর পরেই পরেই হানা দেয় বেরসিক বৃষ্টি। বাধা কাটিয়ে প্রায় ঘণ্টাখানেক পর খেলা গড়ায়। স্কটল্যান্ডের ইনিংসের ৬.২ ওভারে দ্বিতীয় দফায় হানা দেয় বৃষ্টি। ততক্ষণে স্কটিশদের সংগ্রহ দাঁড়ায় ৫১ রানে।
বৃষ্টির কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে খেলা। পরে ১০ ওভারে নেমে আসে লড়াই। বৃষ্টির পর নেমে অবিচ্ছিন্ন থেকেই ইনিংস শেষ করেন মাইকেল জোন্স ও জর্জ মুন্সে। কোনো উইকেট না হারিয়ে ৯০ রানের সংগ্রহ গড়ে স্কটল্যান্ড। বৃষ্টি আইনে ১০ ওভারে ইংল্যান্ডকে লক্ষ্য দেয়া হয় ১০৯ রান।
চারটি চার ও দুটি ছক্কায় ৩০ বলে ৪৫ রানে জোন্স এবং ৩১ বলে ৪১ রান করেন মুন্সে। তার ইনিংসেও ছিল চারটি চার ও দুটি ছক্কার মার।

ইংনিস বিরতিতে আবারও বৃষ্টি নামে ব্রিজটাউনে। অপেক্ষার পরেও বৃষ্টি না থামায় খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিশিয়ালরা। আগামী ৭ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে স্কটল্যান্ড আর ৮ জুন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। দুটি ম্যাচই গড়াবে বার্বাডোজের ব্রিজটাউনে।