লেস্টার সিটি থেকে ধারে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি থেকে হামজাকে উড়িয়ে আনতে শেফিল্ডকে বড় অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে। ফুটবল ভিত্তিক সংবাদমাধ্যম গোল ডটকমের তথ্য, বর্তমানে শেফিল্ডের সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার বাংলাদেশের হামজা।
ইউরোপের সংবাদমাধ্যমটির তথ্যমতে, শেফিল্ড থেকে বছরে ২৬ লাখ পাউন্ড বেতন পাবেন হামজা। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ কোটি টাকা। ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ বেতন ডিফেন্ডার রব হোল্ডিংয়ের। তার বেতন হামজার চেয়ে ২ লাখ ৬০ হাজার পাউন্ড কম। যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ বেতন বেন বেরেনটন দিয়াজ ও রিয়ান ব্রুস্টারের। দুজনই পান ১৮ লাখ ২০ হাজার পাউন্ড।
শীতকালীন দলবদলে দল গুছিয়ে নিতে বেশ ভালো অঙ্কের অর্থ খরচ করেছে শেফিল্ড। চলতি মৌসুমে চ্যাম্পিয়নশিপের দলগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ খরচ করেছে তারা। আবারও প্রিমিয়ার লিগে ফেরাই তাদের মূল লক্ষ্য। সে লক্ষ্যে ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে হামজাদের দল। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লিডস ইউনাইটেড আছে সবার উপরে। টেবিলের প্রথম দুদল সরাসরি চ্যাম্পিয়নশিপ থেকে জায়গা পাবে প্রিমিয়ার লিগে।
দীর্ঘ অপেক্ষার পর আগামী মার্চে বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে চলেছেন হামজা। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে লাল-সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় আছেন ২৭ বর্ষী ব্রিটিশ বংশোদ্ভূত মিডফিল্ডার।