শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না: রিজভী

শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না: রিজভী
শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না: রিজভী

সময়ের কণ্ঠস্বর, ঢাকা: জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সরকার ভোট ডাকাতির পথে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বাংলাদেশে শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।’

আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

বর্তমান নির্বাচন কমিশন নয়, নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে নতুন কমিশনের অধীনেই আগামী নির্বাচন হতে হবে এমনটা উল্লেখ করে রিজভী বলেন, ‘মানুষকে বিভ্রান্ত করে সরকার তাদের নীলনকশা বাস্তবায়নের পথে হাঁটছে। এক্ষেত্রে সরকার নির্বাচন কমিশনকে ব্যবহার করছে।’

রুহুল কবির রিজভী বলেন, গুম, খুন আর মামলা দিয়ে, নির্যাতন করে ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছে আওয়ামী লীগ সরকার। প্রতিহিংসামূলক মামলাকে বিরোধী দল দমনে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে হিন্দু সম্প্রদায় বেশি নির্যাতিত হয়। আওয়ামী লীগ নিজেরা অন্যায় করে বিরোধী দলের ওপর দায় চাপায়।’

রিজভী আরও বলেন, ‘সত্য প্রকাশ বন্ধের জন্য নতুন নতুন ফরমান জারি করা হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে আইন করে দুর্নীতিকে আড়াল করতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ রাষ্ট্রের ২৯টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র দুর্নীতির সুযোগ সৃষ্টির জন্যই এই পরিপত্র জারি করা হয়েছে।’

Scroll to Top