শুধু মানুষ নয়, এবার পাখিরাও থাকবে দোতলা বাড়িতে! ‘বার্ড হাউস’ বানিয়ে হাজার হাজার টাকা রোজগার

শুধু মানুষ নয়, এবার পাখিরাও থাকবে দোতলা বাড়িতে! ‘বার্ড হাউস’ বানিয়ে হাজার হাজার টাকা রোজগার

Last Updated:

দ্বিতল বাড়ির মতো দেখতে ‌পাখির খোপের ব্যাপক চাহিদা। এই পাখির খোপে ১০টি ঘর রয়েছে। ১০ জোড়া পাখি আরামদায়ক ভাবে থাকতে পারবে এই খোপে।

+

শুধু মানুষ নয়, এবার পাখিরাও থাকবে দোতলা বাড়িতে! ‘বার্ড হাউস’ বানিয়ে হাজার হাজার টাকা রোজগার

পাখির খোপ তৈরি করছেন হস্তশিল্পী

মালদহ, জিএম মোমিন: বাড়ির ছাদের উপর কখনও ঘুঘুর বাসা তো কখনও পরিযায়ী পাখির। নোংরা আবর্জনা ও পাখিদের মলমূত্র ত্যাগের ফলে অপরিচ্ছন্ন থাকে‌ বাড়ি। যার ফলে অপ্রয়োজনে পাখিদের তাড়িয়ে দেন অনেকে। স্থায়ী ঠিকানা না থাকায় যখন-তখন, যেখানে-সেখানে বাসা বাধে পাখিরা। অনেক সময় আবার পোষা পাখিদের খাঁচা বন্দি অবস্থায় দেখা দেয়। যার ফলে স্বাধীনতা ক্ষুন্ন হয় পাখিদের। তাই এবারে পোষা পাখি হোক বা পরিযায়ী পাখি, বাড়ির ছাদে এই বাঁশের তৈরি দ্বিতল ভবনের মত দেখতে পাখির খোপ রাখলেই পাখিদের জীবনযাপন হবে আরামদায়ক। আর এমনই দোতল বাড়ির মত দেখতে বাঁশের তৈরি পাখির খোপ বিক্রি করছেন মালদহের মিল্কি এলাকার বাসিন্দা শেখ ঝাকশু।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

আজও অনেকে খাঁচায় বন্দি করে রাখেন পোষা পাখিদের। তবে অজানা পরিযায়ী পাখিদের ঠিকানা থাকে না কোথাও। তাই পাখিপ্রেমীদের কাছে বাঁশের তৈরি এই পাখির খোপের প্রয়োজনীয়তা আজও গুরুত্বপূর্ণ।

Scroll to Top