

নোট মানেই শুধু কাগজ আর কালি নয়—ওটা হল রাষ্ট্রের প্রতীক, অর্থনীতির শ্বাস-প্রশ্বাস। প্রতিদিন আমরা যেসব টাকা হাত ঘুরিয়ে খরচ করি, তার পিছনে লুকিয়ে থাকে এক জটিল প্রক্রিয়া, প্রযুক্তি আর বিপুল খরচ। আপনি জানেন কি, যে ৫০০ টাকার নোট আপনি হালকাভাবে মানিব্যাগে রাখেন, সেটি ছাপাতেই সরকারের কতটা ব্যয় হয়? হ্যাঁ, শুধু মূল্য নয়—নোটের পিছনে থাকে এক অদৃশ্য খরচের গল্প।