শিরোপা জয়ের উৎসবে মাতল মোহামেডান | চ্যানেল আই অনলাইন

শিরোপা জয়ের উৎসবে মাতল মোহামেডান | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমে দুই ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। শুক্রবার ব্রাদার্স ইউনিয়নের সাথে ম্যাচ শেষে শিরোপা তুলে দেয়া হয় ক্লাবটির হাতে। তা নিয়ে উদযাপনে মেতেছেন কোচ আলফাজ আহমেদের শিষ্যরা।

মোহামেডান শিরোপা উদযাপনের প্রস্ততি নিয়ে রেখেছিল। ব্রাদার্সের সাথে ম্যাচ শেষ হওয়ার পর কুমিল্লার ধর্মসাগরে চ্যাম্পিয়নের টি-শার্ট পরে আনন্দে মাতেন মোহামেডানের খেলোয়াড়রা। প্রথমসারির পেশাদার লিগে ২০০২ সালের পর এটি তাদের প্রথম শিরোপা।

২০০২ সালে সবশেষ ঢাকার শীর্ষ লিগ জিতেছিল মোহামেডান। এরপর দেশের অন্যতম বড় ক্লাবটিকে বারবার হতাশ হতে হয়েছে। ২০০৭ সালে চালু হওয়া পেশাদার লিগে গত মৌসুমে রানার্সআপ হয়েছিল তারা। এবার প্রথমবারের মতো ট্রফির স্বাদ পেল সাদাকালোরা। ১৮ ম্যাচের লিগে ১৫ ম্যাচ শেষেই নিশ্চিত হয়েছিল শিরোপা।

লিগ থেকে অবনমন হয়েছে ঢাকা ওয়ান্ডারার্সের। দলটির অবনমন প্রায় নিশ্চিতই ছিল। প্রিমিয়ারে টিকে থাকতে শেষ দুই রাউন্ডে নিজেদের জয়ের পাশাপাশি ফকিরাপুলের হার দরকার ছিল। এমন সমীকরণের মুহুর্তে ফকিরেরপুলের বিপক্ষেই হেরেছে ওয়ান্ডারার্স। ফকিরাপুল প্রিমিয়ারে টিকে থাকলেও বাদ পড়েছে ওয়ান্ডারার্স।

এদিন ম্যাচের ৪৩ মিনিটে অবসরে যান ব্রাদার্সের গোলকিপার আশরাফুল ইসলাম রানা। এই ম্যাচের মধ্য দিয়ে ক্যারিয়ারের ইতি টানলেন জাতীয় দলের সাবেক গোলকিপার। ম্যাচের বিরতিতে রানার হাতে বিদায়ী ক্রেস্ট তুলে দেন মোহামেডান গোলকিপিং কোচ ছাইদ হাছান কানন, ব্রাদার্সের ম্যানেজার আমের খান এবং ঢাকা আবাহনীর নজরুল ইসলাম।

Scroll to Top