শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুতে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুতে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুতে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা ক্যাম্পাস। শনিবার (১৯ জুলাই) ক্যাম্পাসে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা।

এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গায়েবানা জানাজা পড়ে নিহতের সহপাঠী, শিক্ষক ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। পরে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ করে তারা। প্রশাসন দ্রুত এই মৃত্যুর স্বচ্ছ তদন্ত না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনরতরা।

সাজিদ বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শহিদ জিয়াউর রহমান হলের ১০৯ নং রুমে থাকতেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়।

গত বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল পাঁচটার দিকে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে সাজিদ আব্দুল্লাহর মরদেহ ভেসে থাকতে দেখে শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে ৬ টার দিকে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা ও ইবি থানা পুলিশ সদস্যদের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়।

সাজিদ আব্দুল্লাহর মৃত্যু নিয়ে অনেকের মনে উঠেছে নানা প্রশ্ন—কীভাবে তার মৃত্যু হলো? আদৌও তার সঙ্গে কোনো ঘটনা ঘটেছিল কিনা? এসব প্রশ্ন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। শিক্ষক ও শিক্ষার্থীরা ফেসবুকে পোস্ট দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন। ইতোমধ্যে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শহীদ জিয়াউর রহমান হল কর্তৃপক্ষ আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করেছে।

/এমএইচ

Scroll to Top