শিক্ষার দুই মন্ত্রণালয়ে বরাদ্দ টাকার অঙ্কে বেড়েছে, জাতীয় বাজেটের শতাংশে কমেছে

শিক্ষার দুই মন্ত্রণালয়ে বরাদ্দ টাকার অঙ্কে বেড়েছে, জাতীয় বাজেটের শতাংশে কমেছে

আসন্ন অর্থবছরের জন্য শিক্ষার দুই মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের জন্য সাড়ে ৯৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট জাতীয় বাজেটের ৮ শতাংশের সামান্য বেশি। এবার টাকার অঙ্কে বরাদ্দ কিছুটা বাড়লেও জাতীয় বাজেটের শতাংশের হিসাবে তা কমেছে।

আজ সোমবার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এবার মোট জাতীয় বাজেট প্রস্তাব করা হয়েছে প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এর মধ্যে শিক্ষার দুই মন্ত্রণালয়ের জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৯৫ হাজার ৬৪৪ কোটি টাকা, যা জাতীয় বাজেটের ৮ দশমিক ২৬ শতাংশ।

Scroll to Top