শাহজালাল বিমানবন্দরে বিদেশি যাত্রীর ব্যাগ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ | চ্যানেল আই অনলাইন

শাহজালাল বিমানবন্দরে বিদেশি যাত্রীর ব্যাগ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ | চ্যানেল আই অনলাইন

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১৩০ কোটি টাকা মূল্যের ৮ কেজি কোকেনসহ এক বিদেশি নাগরিককে আটক করার তথ্য জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শাহজালাল বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক সোনিয়া আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে এই যাত্রীকে আটক করা হয়।

আটককৃত যাত্রীর নাম ক্যারেন পেটুলা স্টাফল, যিনি আফ্রিকার দেশ গায়ানার নাগরিক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত আড়াইটার দিকে দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (কিউআর ৬৩৮) শাহজালাল বিমানবন্দরে নামেন ওই যাত্রী।

আগেই তথ্য পাওয়ায় গোয়েন্দারা বিমানবন্দরে অবস্থান নেন। বিমান অবতরণের পরপরই ওই যাত্রীর আসনে গিয়ে তার পরিচয় সম্বন্ধে নিশ্চিত হন গোয়েন্দারা এবং তারপর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর তার ব্যাগেজ স্ক্যানিং করা হয়। তখন ওই ব্যাগে কোকেন পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, ওই যাত্রীর লাগেজে প্লাস্টিকের তিনটি জার পাওয়া যায়। সেগুলোর মাঝে ২২টি ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো কোকেন পাওয়া যায়।

উদ্ধার হওয়া এই কোকেনের ওজন আট কেজি ৬৬০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

Scroll to Top