শান্তময় আরও এক সেশনে বাংলাদেশের পাহাড়সম লিড

শান্তময় আরও এক সেশনে বাংলাদেশের পাহাড়সম লিড
শান্তময় আরও এক সেশনে বাংলাদেশের পাহাড়সম লিড

আরও একটি বাংলাদেশময় সেশন! যা নাজমুল হোসেন শান্তর কাছে আরও বিশেষ। ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা শান্ত হাকালেন ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি। মুমিনুলের পর প্রথমবারের মতো এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির স্বাদ নিলেন তিনি। তার এমন দাপুটে ব্যাটিংয়ে বাংলাদেশের লিড ৪৯১।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিনের ১ম সেশন নিজদের নিয়ন্ত্রণেই শেষ করল বাংলাদেশ। এই সেশনে ২৫ ওভার খেলে কেবল জাকির হাসানের উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করল ১২১ রান। শান্তর জোড়া সেঞ্চুরিতে লাঞ্চ বিরতিত আগ পর্যন্ত বাংলাদেশের লিড দাঁড়ালো ৪৯১।

নাজমুল হোসেন শান্ত’র অনবদ্য সেঞ্চুরিতে প্রথম ইনিংসে দলের সংগ্রহ ৩৮২, এরপর এবাদত-শরিফুলদের বোলিং তোপে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ। লিটন এন্ড কোংদের কাছে সুযোগ ছিল আফগানদের ফলো-অন করানোর। কিন্তু রানের পাহাড় গড়ে ঘায়েলের হুংকার দিতেই ফের ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

যেমনটা ভাবনা ছিল ঠিক তেমন অবস্থানেই আছে বাংলাদেশ দ্বিতীয় দিনের খেলা শেষে। আগের দিনের চেয়েও ভালো অবস্থানে। দ্বিতীয় দিনটাও নিজেদের করে নিল তারা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে রাজসিক রাজত্ব বজায় রেখে ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত। তাকে সঙ্গ দেওয়া ওপেনার জাকির হাসান অপরাজিত সমান ৫৪ রানে। এরমাঝেই বাংলাদেশের লিড পৌঁছেছে ৩৭০ রানে।

তৃতীয় দিন সকালে বাংলাদেশ যখন ব্যাট করতে নামে তখন স্কোরবোর্ড ছিল এরকম— ১৩৪/১। সকালের কয়েক ওভার দেখেশুনে খেললেও সময়ের বদলে হাত খুলে মারতে শুরু করলেন দুই ব্যাটার। বেশি আক্রমণাত্মক দেখাল শান্তকে। তাদের অবশ্য সুবিধা করে দিলেন আফগান বোলাররাই।

তবে জাকির হাসানের আত্মঘাতী রান আউটে ভাঙে ১৭৩ রানের জুটি। হাশমতউল্লাহর বল ডিপ থার্ড ম্যানে পাঠিয়ে দৌড়ে দুই রান অনায়াসে নিয়ে তিন নিতে গিয়ে বিপাকে পড়লেন জাকির। রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন ব্যক্তিগত ৭১ রানে। ৯৫ বলের এই ইনিংস জাকির সাজান ৮ বাউন্ডারিতে।

সহজাত ব্যাটিংয়ে আরও একটি শতরান তুলে নেন শান্ত। নিখুঁত ব্যাটিংয়ে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো টানা দুই ইনিংসে সেঞ্চুরির স্বাদ নিলেন তিনি। আজকের এই সেঞ্চুরি করার ফলে শান্ত হলেন বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান, টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৯১ তম ব্যাটার।

জাকির হাসানের বিদায়ের পর শান্তকে সঙ্গ দিচ্ছেন মুমিনুল হক।

Scroll to Top