বিনোদন ডেস্ক: যা রটে, তার কিছুটা তো ঘটে! না, কিছু নয়, পুরোটাই ঘটিয়ে দেখালেন ঢালিউড জুটি শাকিব খান ও শবনম বুবলী। তাদের প্রেম-বিয়ের গুঞ্জন বহুদিনের। কিন্তু দু’জনেই এড়িয়ে গেছেন, আড়াল করেছেন অফস্ক্রিনের রসায়ন। অথচ পর্দার পেছনে বাস্তব জীবনে তারা প্রেম, বিয়ে সেরে সন্তানের জনকও হয়ে গেছেন।
বিষয়টি প্রকাশ্যে আসে গত ৩০ সেপ্টেম্বর। সেদিন ছেলে শেহজাদ খান বীরের কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে বুবলী জানান, তিনি মা হয়েছেন। আর এই সন্তানের পিতা শাকিব খান। শাকিব নিজেও একই ছবি পোস্ট করে সত্যতায় সিলমোহর দেন।
এরপর থেকে কানাঘুষা চলছে, ছেলের খবর দিলেও বিয়ে নিয়ে কেন চুপ শাকিব-বুবলী। সেই নীরবতাও ভাঙলেন নায়িকা। সোমবার (৩ অক্টোবর) জানালেন তাদের শুভকাজের সাল-তারিখ।
বুবলী জানান, ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন তিনি। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। যে সন্তানের ছবি ও নাম কদিন আগেই জানিয়েছেন শাকিব ও বুবলী দুজনেই।
পোস্টে বুবলী লেখেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ-২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০। আমাদের বিয়ের তারিখ এবং সন্তান হওয়ার তারিখ।’
বিয়ের খবরের সঙ্গে পোস্ট করা স্থিরচিত্রগুলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে তোলা বলেও জানান বুবলী। সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।
গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেবি বাম্পের ছবি প্রকাশ করে ব্যাপক আলোচনায় আসেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার সন্তানের বাবা কে, এ নিয়ে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ওঠে। এতে শুরু থেকেই জড়িয়ে যায় ঢাকাই সিনেমার অভিনেতা শাকিব খানের নাম। তবে সেই গুঞ্জন জলঘোলা হতে দেননি শাকিব-বুবলী। এর তিনদিন পর শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুজনই নিজ সন্তানের খবর প্রকাশ করেন।
ওইদিন দুপুর ১২টায় নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন বুবলী। সেখানে তিনি লেখেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।
বুবলীর ফেসবুক স্ট্যাটাসের পর শাকিব খানও নিজের ভেরিফাইড ফেসবুকে সন্তানের বিষয়টি স্বীকার করে নেন।
এদিকে রোববার (২ অক্টোবর) সকালে ছেলের দুটি ছবি ফেসবুকে পোস্ট করে দোয়া চান বুবলী। ক্যাপশনে লিখেছেন- আমার সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। তার জন্য দোয়া কররেন।
বেবি বাম্পের ছবি প্রকাশ, ফেসবুকে নিজেদের সন্তানের বিষয়টি স্বীকার করে নেওয়ার পর একসঙ্গে শুটিংও করেছেন ঢাকাই সিনেমার এই দুই নায়ক-নায়িকা। শনিবার (১ অক্টোবর) ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে অংশ নেন তারা।