শরৎচন্দ্র দাশ থেকে হানিফ সংকেত, শত কীর্তিমান জন্ম দিয়েছে এই স্কুল

শরৎচন্দ্র দাশ থেকে হানিফ সংকেত, শত কীর্তিমান জন্ম দিয়েছে এই স্কুল

সরকারীকরণের দাবি

১৮০ বছরের পুরোনো বিদ্যালয়টি সরকারি নয়। বারবার আবেদন করা হলেও সরকার সাড়া দেয়নি। বিদ্যালয়ের অর্ধেক শিক্ষক এখনো সরকারি বেতন–ভাতার সুবিধার বাইরে। শিক্ষার্থীদের সরকারি স্কুলের তুলনায় অনেক বেশি বেতন দিতে হচ্ছে। সরকারীকরণের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকবার আন্দোলনও করেছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়—এটি দক্ষিণ চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও আলোকিত মানুষের উৎস। কিন্তু সরকারীকরণের বিষয়ে জানতে চাইলে কোনো উত্তর মেলেনি।

এ প্রসঙ্গে শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অধ্যাপক আবু জাফর চৌধুরী বলেন, এরশাদ সরকারের সময় পটিয়ার এই বিদ্যালয়সহ আরও একটি বিদ্যালয়কে একীভূত করে একটি সরকারি স্কুল করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তা আলোর মুখ দেখেনি একটি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আপত্তির কারণে। এরপর আর কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল কি না, তা তাঁর জানা নেই।

Scroll to Top