শতভাগ পেশাদার গলফার হতে না পারার কারণ জানালেন বেল | চ্যানেল আই অনলাইন

শতভাগ পেশাদার গলফার হতে না পারার কারণ জানালেন বেল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ফুটবলের এক সময়ের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন ওয়েলসের গ্যারেথ বেল। ৩৩ বছর বয়সেই বুট জোড়া তুলে রাখেন রিয়াল মাদ্রিদ সাবেক তারকা। ক্লাব ফুটবলে লস  ব্লাঙ্কোসদের হয়ে সবকিছু জিতেছেন বেল। ফুটবল ছাড়ার পর গলফে মনোযোগী হন। নিয়মিত গলফ খেলতে দেখা যায় তাকে। 

গলফের প্রতি বেলের আবেগ ও ভালোবাসা ছিল সবসময়। গলফের প্রতি আগ্রহ লুকাননি কখনও তিনি। ফুটবলার যখন ছিলেন তখনও তাকে গলফের ময়দানে দেখা যেত হরহামেশাই। রিয়াল মাদ্রিদ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। লস এঞ্জেলস এফসির হয়ে খেলা বেল সবাইকে অবাক করে সিদ্ধান্ত নিয়েছিলেন খেলবেন ফুটবল।

বেল নিজের গলফ নিয়ে বলেছেন, ‘শতভাগ নিশ্চিত যে আমি পেশাদার গলফার হয়ে উঠিনি। যখন গলফের সাথে সম্পৃক্ত থাকি তখন দেখি পেশাদাররা কীভাবে খেলে। তাদের সাথে খেলেছি এবং দেখেছি তাদের খেলাও। যেখানে তারা বেশ ভালো খেলে।’

‘টুর্নামেন্টের কঠিনতম আবহাওয়ায় দেখেছি বন্ধুদের বেশ ভালো গলফ খেলতে। যদিও পেশাদার না, তবুও আমি গলফ খেলতে ভালোবাসি। গলফ দেখে দেখে বড় হয়েছি, এখনও দেখতে ভালোবাসি।’

Scroll to Top