পাঁচ উইকেট পেলেই টেস্ট ক্রিকেটে মিচেল স্টার্ক স্পর্শ করবেন ৪০০ উইকেটের মাইলফলক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টটি খেলতে নেমেছেন। বল হাতে ক্যারিবীয়দের বিপক্ষে শুরুতেই উইকেট তুলে নিয়েছেন ৩৫ বর্ষী পেসার। অজিদের তোলা মাঝারি সংগ্রহের জবাবে চাপের মুখে প্রথমদিনের খেলা শেষ করেছে উইন্ডিজ। শততম টেস্ট খেলতে নামা স্টার্কের মাইলফকল ছুঁতে দরকার আর ৪ উইকেট।
জ্যামাইকার স্যাবিনা পার্কে শনিবার রাতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ক্যারিবীয়দের মাঠে প্রথমবার গড়িয়েছে দিবা-রাত্রির টেস্ট। ম্যাচে নেমে হঠাৎ ধসে ২২৫ রানে প্রথম ইনিংসে গুটিতে যায় অস্ট্রেলিয়া। জবাবে ওয়স্ট ইন্ডিজের শুরুটাও ভালো হয়নি। ৯ ওভারে ১ উইকেটে ১৬ রান তুলে দিনের খেলা শেষ করেছে স্বাগতিক দল। শততম টেস্ট খেলতে নামা মিচেল স্টার্ক বোল্ড করেছেন ৩ রান করা কেভলন অ্যান্ডারসনকে।
আগে ব্যাটে নেমে ইনিংসের এক পর্যায়ে অস্ট্রেলিয়া তুলেছিল ৩ উইকেটে ১৫৭। এরপর ৬৮ রান তুলতে তারা শেষ ৭ উইকেট হারায়। সফরকারীদের কেউ ফিফটির দেখা পাননি। সর্বোচ্চ ৪৮ রান এসেছে স্টিভেন স্মিথের ব্যাট থেকে। ক্যামেরন গ্রিন করেছেন ৪৬ রান।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রাকে পেছনে ফেলার জন্য নাথান লায়নের দরকার ছিল ২ উইকেট। সেটা পেলে উঠে যাবেন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারিদের দুইয়ে। কিন্তু সিরিজের শেষ টেস্টে অজি একাদশ থেকে ১২ বছর পর বাদ পড়েছেন তিনি। চোটের কারণে ২০২৩ অ্যাশেজে তিনটি ম্যাচ ছাড়া গত ১২ বছর অস্ট্রেলিয়ার সব টেস্টে খেলেছেন তারকা অফ স্পিনার। এর আগে সর্বশেষ ২০১৩ সালের অ্যাশেজে ফিট লায়নকে একাদশে রাখেনি অস্ট্রেলিয়া।