লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবার রিশাদের ‘পাঁচ’ – Allrounder BD

লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবার রিশাদের ‘পাঁচ’ – Allrounder BD

লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবার রিশাদের ‘পাঁচ’ – Allrounder BD

ডিপিএলে খেলেন আবাহনী লিমিটেডের হয়ে, তবে টিম কম্বিনেশনের কারণেই একাদশ নিয়মিত খেলার সুযোগই পান না। ঘরোয়া লিগে সুযোগের অভাবে আহামরি কিছু না করেও জাতীয় দলে বেশ ভালো পারফর্ম করা রিশাদকে এবার আর ডিপিএলে ডাগ আউটে বসে সময় নষ্ট করতে দিতে চাননি আবাহনীর প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন, তাই তাকে শাইনপুকুর ক্রিকেট ক্লাবে ধারে খেলতে দেয়ার সিদ্ধান্ত।

সুজনের এই দূরদর্শীতা রিশাদ কাজে লাগালেন দারুণভাবে। বুধবার বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবার রিশাদ ১০ ওভারে ৪৯ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন, ৪.৯০ ইকোনমিতে।

শুধু আজকের দিনটাই না, গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে আগের ম্যাচেও রিশাদ ৭.৫ ওভারে ২৭ রান দিয়ে তিন উইকেট। দুই ম্যাচে উইকেট সংখ্যা ৮। ডিপিএলে এখন পর্যন্ত রিশাদ হোসেনের পারফর্ম্যান্স আপ টু দ্য মার্ক। ভবিষ্যতে দেশের নাম উজ্জ্বল করুক টাইগার লেগস্পিনার রিশাদ হোসেন। রিশাদের জন্য শুভ কামনা।

Scroll to Top