সাদা বলের ক্রিকেটে ব্যাট হাতে ফর্মে নেই লিটন কুমার দাস। শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে খেলে কোনো রান করতে পারেননি। টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও আউট হয়েছেন ৬ রানে। তাতে বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়কের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন আসাটাই স্বাভাবিক। বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স অবশ্য বলছেন, লিটনের আত্মবিশ্বাস তলানিতে। তবে লিটনের প্রতিই আস্থা রাখছেন তিনি।
রোববার ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তার আগের দিন সংবাদ সম্মেলনে লিটনের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন সিমন্স।
‘হ্যাঁ, তার আত্মবিশ্বাস তলানিতে। তবে আমরা জানি সে কী করতে পারে। আমরা তার সাথে কঠোর পরিশ্রম করে যাচ্ছি, তাকে সেখানে ফিরিয়ে নিতে। আশা করি পরের ম্যাচে সে ঘুরে দাঁড়াতে পারবে। আশা করছি সে দ্রুতই নিজের সামর্থ্যটা দেখাতে পারবে।’
দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের রুখতে বাংলাদেশের পরিকল্পনার কথা শোনালেন সিমন্স। বলেছেন, ‘নেক্সট প্ল্যান হচ্ছে আরও ভালো হওয়া এবং যেসব জায়গায় আগের ম্যাচে ভালো করতে পারিনি সেসব জায়গায় ভালো করা। আমরা জানি আমাদের আরও রান করতে হবে। একইসাথে প্রথম ৬ ওভারে আরও ভালো বোলিং করতে হবে। উন্নতি করতে হবে, কিছু ব্যাপারে কিছু লেভেলে যেতে হবে, যদি তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আমরা এসব করতেই মুখিয়ে আছি।’