লর্ডসে স্বাগতিকদের বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনটি নিজের করে নিয়েছেন বিশ্ব র্যাঙ্কিংয়ে সবার উপরে থাকা পেসার জাশপ্রীত বুমরাহ। ২৭তম ভারতীয় হিসেবে, এবং ইনিংসে ৫ উইকেট নিয়ে ১৫তম ভারতীয় বোলার হিসেবে অনার্স বোর্ডে জায়গা করে নিয়েছেন তারকা পেসার।
২০১৪ সালে ইশান্ত শর্মা ও ভূবনেশ্বর কুমার লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখান। বুমরাহ ২৭ ওভার বল করে ৭৪ রানে তুলে নেন ৫ উইকেট। ৭৪ রানে ৭ উইকেট তুলে নেয়ায় লর্ডসে এক ইনিংসে সবচেয়ে ভালো বোলিং আছে ইশান্ত শর্মার।
ইংল্যান্ড ব্যাটার জো রুটের ৩৭তম সেঞ্চুরির দিনে বুমরাহ রুটকে আউট করেন ১৫ বারের মতো। যা টেস্ট ক্রিকেটে ১১ বারের মতো ডিসমিসাল। রুটকে বুমরাহর পর সবচেয়ে বেশি ১৩ বার সাজঘরে ফিরিয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।
দেশের বাইরে ভারতীয় বোলারদের মধ্যে ইনিংসে সবচেয়ে বেশি ১৩ বার ৫ বা ততোধিক উইকেট নিয়েছেন বুমরাহ। পেছনে ফেলেছেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি সাবেক কপিল দেবকে। কপিল ভারতের বাইরে ১২ বার ৫ বা ততোধিক উইকেট নিয়েছিলেন।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে এখনও সবচেয়ে বেশি উইকেট শিকারি ভারতীয় বোলার ইশান্ত শর্মা। ১৪ ম্যাচে ৪৮ উইকেট। কপিল দেবের নেয়া ১৩ ম্যাচে ৪৩ উইকেটের রেকর্ড টপকে দ্বিতীয় অবস্থানে বুমরাহ। ১০ ম্যাচে বুমরাহ নিয়েছেন ৪৭ উইকেট। চলতি ম্যাচেই ছাপিয়ে যাওয়ার সুযোগ ইশান্তকে।
বুমরাহর আগে ১২তম ব্যাটার হিসেবে সর্বশেষ ভারতীয়দের লর্ডস অনার্স বোর্ডে নাম লেখান লোকেশ রাহুল। দুদল নিজেদের মধ্যে ১৩৮টি টেস্ট খেলেছে। যার মধ্যে ৩৬টিতে জয় পায় ভারত। লর্ডসে ভারত জিতেছে ৩ টেস্টে।