উদ্বোধনী জুটিতে কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার তাণ্ডব চালানো ব্যাটিংয়ে মাত্র ৪.৩ ওভারেই জয়ের জন্য দরকারি রানের অর্ধেক তুলেছিল শ্রীলঙ্কা। নিশাঙ্কা ১৬ বলে ৪২ রান করে ফেরার পর বাকি কাজটা করেছেন মেন্ডিস। এক ওভার হাতে লঙ্কানরা জয় পেলেও বেগ পেতে হয়নি তাদের। দেখেশুনে খেলেই বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক দল। তাতে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল চারিথ আশালাঙ্কার দল।
পাল্লেকেলেতে টসে হেরে আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৫৪ রান করে বাংলাদেশ। জবাবে নেমে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে শ্রীলঙ্কা।
আগে ব্যাটে নামা বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৮ রান করেন পারভেজ হোসেন ইমন। ৫ চার ও এক ছক্কায় ২২ বলে ইনিংসটি সাঁজান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন নাঈম শেখ। তার ২৯ বলে অপরাজিত ইনিংসটিতে ছিল একটি করে চার ও ছক্কার মার। এছাড়া মেহেদী হাসান মিরাজ ২৩ বলে ২৯ রান, তানজিদ তামিম ১৭ বলে ১৬ রান এবং শামীম পাটোয়ারী ৫ বলে ১৪ রান করেন।
লঙ্কানদের হয়ে মাহেশ থিকসানা দুটি উইকেট নেন। দাসুন শানাকা, জেফরি ভ্যান্ডারসে, নুয়ান থুশারা নেন একটি করে উইকেট।
জবাবে নেমে তাণ্ডব চালান লঙ্কান দুই ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। ৫ চার ও ৩ ছক্কায় ১৬ বলে ৪২ রানে নিশাঙ্কা ফিরে গেলে মেন্ডিস টেনে নেন ইনিংস। জয় থেকে ৭ রান দূরে থাকতে মেন্ডিস ফেরেন। ৫ চার ও ৩ ছক্কায় করেন ৫১ বলে ৭৩ রান। এছাড়া কুশল পেরেরা ২৫ বলে ২৪ এবং আভিস্কা ফের্নান্দো করেন ১৭ বলে ১১ রান।
বাংলাদেশ বোলারদের মধ্যে মিরাজ, রিশাদ ও সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।