র‌্যাশফোর্ডকে দলে নেয়ার কারণ জানালেন লাপোর্তা | চ্যানেল আই অনলাইন

র‌্যাশফোর্ডকে দলে নেয়ার কারণ জানালেন লাপোর্তা | চ্যানেল আই অনলাইন

গ্রীষ্মকালীন দলবদলে ওল্ড ট্রাফোর্ড ছেড়ে ন্যু ক্যাম্পে যোগ দিয়েছেন মার্কাশ র‍্যাশফোর্ড। ধারে বার্সায় এসেছেন ইংলিশ তারকা। কাতালানদের হয়ে খেলা গ্যারি লিনেকারের ৩৬ বছর পর প্রথম কোন ইংলিশম্যান হিসেবে স্প্যানিশ জায়ান্টদের ডেরায় এলেন র‍্যাশফোর্ড।

গ্রীষ্মকালীন দলবদলে ওল্ড ট্রাফোর্ড ছেড়ে ধারে বার্সেলোনায় যোগ দিয়েছেন মার্কাস র‌্যাশফোর্ড। ইংলিশ তারকাকে দলে নিতে পেরে বেশ উচ্ছ্বসিত বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। জানালেন, ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গারকে দলে নেয়ার কারণ।

সম্প্রতি স্প্যানিশ একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন লাপোর্তা। সেখানে র‌্যাশফোর্ডকে দলে নেয়ার খুঁটিনাটি তুলে ধরেন। প্রথমেই উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমরা খুবই উচ্ছ্বসিত। অসাধারণ অনুপ্রেরণা নিয়ে একজন উঁচু মানের খেলোয়াড় বার্সায় এসেছে। আন্তরিকতা তার একটি বড় গুণ।’

পুরো ক্যারিয়ারটা ইউনাইটেডে কাটাতে চেয়েছিলেন র‌্যাশফোর্ড। তবে ওল্ড ট্রাফোর্ডে থাকা হয়নি তার। গত মৌসুমের শেষ দিকে ধারে অ্যাস্টন ভিলায় খেলেন। এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছেন কাতালান ক্লাবে।

লাপোর্তা বলেছেন, ‘তার স্বপ্ন ছিল পুরো ক্যারিয়ারে ইউনাইটেডের জার্সিতে খেলা। সে মাত্র সাত বছর বয়সে যোগ দিয়েছিল। চেয়েছিল এক ক্লাবের খেলোয়াড় হতে। একজন খেলোয়াড় যখন তার সব আন্তরিকতা নিয়ে এমনটা বলে, সেটা দারুণ একটি ব্যাপার। তবে যখন তা ঘটেনি, অপ্রত্যাশিত সময়ে সে বার্সাকে বেছে নিল। সে আমাদের বিপক্ষে খেলেছে এবং বার্সা তার ভাবনায় ছিল। তার সবচেয়ে বড় অনুপ্রেরণা হল বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ এবং ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতা।’

‘খুবই অনুপ্রাণিত হয়ে র‌্যাশফোর্ড আমাদের এখানে এসেছে। সে সামর্থ্যবান ও রোমাঞ্চিত। সতীর্থদের সঙ্গে সে ভালো খেলেছে এবং আমি খুবই খুশি, কারণ দুই বছর আগে সে আমাদের ইউরোপা লিগে হারিয়েছিল। ওই লড়াইয়ে সে পার্থক্য গড়ে দিয়েছিল, আর সেই কারণেই সে আসায় আমি এত খুশি।’

আপাতত ধারে এলেও পরে র‌্যাশফোর্ডকে কেনার সুযোগ থাকছে বার্সার। সাপ্তাহিক সাড়ে ৩ লাখ ইউরো পাবেন তিনি, বাংলাদেশি টাকায় ৪ কোটির বেশি। কোচ হ্যান্সি ফ্লিকের পরিকল্পনায় আক্রমণে বাঁ-প্রান্ত সামলাতে ইংলিশ তারকাকে উড়িয়ে আনা।

Scroll to Top