রোমাঞ্চের শেষে পিএসজির ঘরে উয়েফা সুপার কাপ | চ্যানেল আই অনলাইন

রোমাঞ্চের শেষে পিএসজির ঘরে উয়েফা সুপার কাপ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইউরোপসেরা হয়ে গত মৌসুম শেষ ছিল, ২০২৫ উয়েফা সুপার কাপও জিতল ফরাসি ক্লাব পিএসজি। বুধবার রাতে ইতালির ব্লুনের্জি স্টেডিয়ামে ইংলিশ ক্লাব টটেনহ্যামের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনাল গড়ায় অতিরিক্ত সময়ে। শেষে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে শিরোপা নিশ্চিত করে পিএসজি।

ফাইনালে প্রথমার্ধেই ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে পিএসজি। স্পারদের হয়ে ৩৯ মিনিটে পিএসজির জালে বল জড়ান মিকি ফন দা ভেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান ক্রিস্টান রোমেরো। ৪৮ মিনিটে টটেনহ্যামের হয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি।

পিছিয়ে থাকা পিএসজির জয়ের ত্রাতা হয়ে আসেন দুই সুপার সাব। ৮৫ মিনিটে লি কান-ইংইয়ে টটেনহ্যামের জালে প্রথম গোল জড়ান। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের চার মিনিটে হেডে দ্বিতীয় গোলটি করেন গঞ্জালো রামোস। সমতায় ফেরার পর অতিরিক্ত সময়ে খেলা গড়ালে গোলের দেখা পায়নি দুদলই।

তাতেই পণ্ড হয় টটেনহ্যামের উয়েফা সুপার কাপ জয়ের স্বপ্ন। স্পাররা তিন মাসের ব্যবধানে দুটি ইউরোপিয়ান শিরোপা জয় হাতছাড়া করেছে।

ফ্রান্সের প্রথম ক্লাব হিসেবে পিএসজি জিতেছে উয়েফা সুপার কাপ। গত মৌসুমেই তারা অলিম্পিক মার্শেইর পর দ্বিতীয় ক্লাব হিসেবে ইউরোপসেরার মুকুট জিতেছিল। মার্শেই ৯২-৯৩ মৌসুমে প্রথম চ্যম্পিয়ন্স লিগ জেতে।

Scroll to Top