রোববার ভৈরবে হরতাল

রোববার ভৈরবে হরতাল
KSRM

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলমসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এর প্রতিবাদে আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ভৈরব উপজেলা ও পৌর বিএনপি।

শনিবার ৪ নভেম্বর সকালে ভৈরব উপজেলার কমলপুরের একটি বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

Bkash July

জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন জানান, শনিবার ভোর ৩টার দিকে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল ভৈরব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কমলপুরস্থ মাজহারুল ইসলামের বাসা ঘেরাও করে। পরে সকাল সাড়ে ৬টার দিকে শরীফুল আলমসহ পাঁচজনকে গ্রেপ্তার করে গাড়িতে করে নিয়ে যায়।

গ্রেপ্তারকৃত অন্য চারজন হলেন ভৈরব উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল হক ও নূরুজ্জামান, শরীফুল আলমের ব্যক্তিগত গাড়িচালক রতন মিয়া ও যে বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় সেই বাসার মালিক মাজহারুল ইসলাম।

Reneta June

জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমসহ বিএনপি’র নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ভৈরবে আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ভৈরব উপজেলা ও পৌর বিএনপি। এছাড়াও গ্রেপ্তারের প্রতিবাদে ভৈরব পৌর বিএনপির ৫ ও ৬ নম্বর ওয়ার্ড এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীর ভৈরবে বিক্ষোভ মিছিল করেছে।

বিজ্ঞাপন

Scroll to Top