রোনালদোর জাতীয় দল সতীর্থ ব্রুনোকে চায় আল-নাসের | চ্যানেল আই অনলাইন

রোনালদোর জাতীয় দল সতীর্থ ব্রুনোকে চায় আল-নাসের | চ্যানেল আই অনলাইন

কদিন আগেই ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসেরে যোগ দেন স্বদেশী সতীর্থ জোয়াও ফেলিক্স। এবার সৌদি ক্লাবটি আগ্রহ প্রকাশ করেছে সিআরসেভেনের আরেক জাতীয় দল সতীর্থ ব্রুনো ফের্নান্দেজকে দলে পেতে।

গ্রীষ্মকালীন দলবদলেই ম্যানচেস্টার ইউনাইটেড তারকাকে দলে নিতে চান আল নাসের কোচ জর্জ জেসুস। চুক্তি সম্পন্ন হলে রোনালদোর সঙ্গে সৌদি লিগ মাতাবেন পর্তুগিজ মিডফিল্ডার।

ব্রুনোকে পেতে অবশ্য ইউনাইটেডকে বড় অঙ্কের দলবদল ফি দিতে হবে আল নাসেরকে। তাতেও রাজি সৌদি ক্লাবটি। পর্তুগিজ মিডফিল্ডারকে বাৎসরিক ৭০ মিলিয়ন ইউরো বেতন প্রস্তাব করেছে নাসের। ব্রুনোর সাথে পাঁচ বছরের চুক্তি করতে চায় তারা।

পর্তুগিজ সংবাদমাধ্যমগুলোর মতে,ইতিমধ্যে ব্রুনোর এজেন্টের সঙ্গেও যোগাযোগ করেছে সৌদি ক্লাবটি। আল নাসেরে কোচ জেসুস এবং রোনালদো থাকাটাই রেড ডেভিলস মিডফিল্ডারকে রাজি করানোর জন্য যথেষ্ট। ব্রুনোর দলবদলের বিষয় শিগগিরই আলোচনায় বসবে ক্লাব দুটি।

Scroll to Top