রোনালদো-বেনজেমাদের লিগে যেতে পারেন বিশ্বজয়ী মার্টিনেজ | চ্যানেল আই অনলাইন

রোনালদো-বেনজেমাদের লিগে যেতে পারেন বিশ্বজয়ী মার্টিনেজ | চ্যানেল আই অনলাইন

আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ প্রথমে সৌদি প্রো লিগ থেকে আসা প্রস্তাবে না বললেও ইউরোপিয়ান গণমাধ্যমে খবর, এমির সৌদিতে যাওয়ার সম্ভবনা বেড়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড তাকে দলে নেয়ার প্রচেষ্টা স্থবির অবস্থায় রেখেছে, তাতে পরিস্থিতি ঘোলাটে। মার্টিনেজ সৌদিতে গেলে ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, জোয়াও ক্যানসেলো, রুবেন নেভেসদের প্রতিপক্ষ পাবেন। যদিও অ্যাস্টন ভিলার সঙ্গে ২০২৯ পর্যন্ত চুক্তি আছে ৩২ বর্ষী বিশ্বজয়ী তারকার।

গ্রীষ্ম দলবদলে খবর আসে, মার্টিনেজের কাছে সৌদি প্রো লিগের একটি ক্লাব বিপুল অর্থের প্রস্তাবে পাঠিয়েছে, যদিও সেটি তাকে আকর্ষিত করতে পারেনি। তিনি ইউরোপীয় ক্লাবে থেকে যেতে চান। তবে আকর্ষণীয় প্রস্তাব না পেলে মধ্যপ্রাচ্যের ক্লাবে যোগ দিতে পারেন। এপর্যন্ত কোন ইউরোপীয় ক্লাব এমিকে ভালো প্রস্তাব দেয়নি। বিশ্বজয়ী আর্জেন্টাইন গোলরক্ষকের জন্য আর্থিক অঙ্কটাও বড়। অন্যদিকে সৌদি লিগ থেকে আকর্ষণীয় প্রস্তাব পেয়েছেন, সময়ের সাথে সেখানে যাওয়ার সম্ভনাও বাড়ছে, এমন খবর চাউর।

আর্জেন্টিনা দল চায় না ২০২৬ বিশ্বকাপের আগে দুবারের বর্ষসেরা গোলরক্ষক সৌদির মতো কোন লিগে খেলুক। কিন্তু এটি আর্জেন্টিনার হাতেও নেই। ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি প্রো লিগে আল-নাসেরে যাওয়ার পর থেকে লিগটির মান সম্পর্কে সবাই ধারণা করতে পারছে। একে একে লিগে খেলতে গেছেন বেনজেমা, ক্যানসেলো, নেভেস, সাদিও মানে, নেইমারের মতো ইউরোপীয়-লাতিন বা আফ্রিকার বিশ্বমানের তারকারা। অন্যদিকে সৌদি পরবর্তী মৌসুমের জন্য বিদেশি খেলোয়াড়দের কোটার সংখ্যা আটজন থেকে বাড়িয়ে দশজন করেছে।

মার্টিনেজ গত মেতে ভিলা সমর্থকদের উদ্দেশ্যে আবেগঘন এক ম্যাচের সমাপ্তি টানেন। ভিলা পার্কে মৌসুমের সবশেষ ম্যাচে চোখের পানিতে ভক্ত-সমর্থকদের বিদায় জানান। আগামী ১৬ আগস্ট নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে শুরু হবে ভিলার প্রিমিয়ার লিগ যাত্রা। লিগের উদ্বোধনী ম্যাচে মার্টিনেজ ভিলা স্কোয়াডে থাকবেন কিনা, সেটাই দেখার। প্রাক মৌসুমে রোববার বাংলাদেশ সময় বিকাল ৫টায় জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে ভিলা। পরে সেন্ট লুইস, ন্যাশভিল, রোমা, মার্শেই এবং ভিয়ারিয়ালের সাথে লড়বে উনাই এমেরির শিষ্যরা।

Scroll to Top