রেকর্ড পারিশ্রমিকে ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা

রেকর্ড পারিশ্রমিকে ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা

বলিউডের প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার অভিমান হওয়াটা একেবারে অহেতুক নয়। দলবদ্ধভাবে সাইডলাইন করে দেওয়া হয়েছিল প্রাক্তন এই বিশ্বসুন্দরীকে। তবে সবাইকে দাঁত ভাঙা জবাব দিয়ে হলিউডে পাড়ি জমান তিনি। সেই যাত্রাপথেও অবশ্য কম বাঁধার মুখোমুখি হতে হয়নি! নিক জোনাসকে বিয়ে করে হলিউডে স্থায়ী হওয়ার পর বলিউডে কাজ করা ছেড়েই দিয়েছিলেন তিনি। ৬ বছর আগে ফারহান আখতারের বিপরীতে ‘দ্য স্কাই ইজ পিংক’ সিনেমাতে সর্বশেষ তাকে দেখা যায়।

রেকর্ড পারিশ্রমিকে ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা
স্বামী নিক জোনাস ও কন্যা মালতি ম্যারি চোপড়ার সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া


অবশেষে আবারও ভারতীয় সিনেমায় কাজ করতে ফিরবেন প্রিয়াঙ্কা। বলিউডে না হলেও দক্ষিণী সিনেমার মাধ্যমে আবারও পুরানো ধারায় ফিরছেন ‘দেশি গার্ল’। তাও কিনা অস্কার ছোঁয়া পরিচালক এসএস রাজা মৌলির পরিচালনায়, অভিনেতা মহেশ বাবুর বিপরীতে। অ্যাডভেঞ্চারধর্মী সিনেমাটির গল্পে দেখানো হবে আফ্রিকান জঙ্গলে রোমাঞ্চকর কিছু চ্যালেঞ্জ। এতে মহেশ বাবু একজন অনুসন্ধানকারীর চরিত্রে অভিনয় করবেন। তার চরিত্রটি ভারতীয় দেবতা হনুমান দেব থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে। প্রিয়াঙ্কার চরিত্রকেও শক্তিশালী এবং অ্যাকশনে ভরপুর করে লেখা হয়েছে।

যদিও সরাসরি এ ব্যাপারে এখনো মুখ খোলেননি প্রিয়াঙ্কা বা সিনেমা সংশ্লিষ্ট কেউ। তবে পরিচালক রাজামৌলির এক ঘনিষ্ঠ সূত্রে অনেক তথ্য ভারতীয় গণমাধ্যমের সামনে আসে। জানা যায়, প্রিয়াঙ্কা চোপড়া এস এস রাজামৌলির ‘এসএসএমবি২৯’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ‘জঙ্গল অ্যাডভেঞ্চার’ ধাঁচে নির্মিত এই ছবিতে মহেশ বাবুর বিপরীতে অভিনয় করবেন এই নায়িকা।

মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া, এসএস রাজা মৌলি


সবচেয়ে অবাক করা তথ্য হলো সিনেমার জন্য প্রিয়াঙ্কা ৩০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন। এই তথ্য সত্য হলে ভারতীয় সিনেমায় কোন অভিনেত্রীর জন্য সর্বোচ্চ পরিশ্রমিকের রেকর্ড গড়বেন প্রিয়াঙ্কা। আগে তিনি ভারতীয় সিনেমা প্রতি ১৫ কোটি রুপি নিতেন। বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী দীপিকা পাডুকোন। তার সবশেষ মুক্তি পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার জন্য তিনি ২০ কোটি রুপি নিয়েছিলেন।

Scroll to Top