ভারতে একটি খাবারের দোকানে রুটি তৈরির সময় তাতে থুথু ফেলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ ঘটনার পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (১ে আগস্ট) ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা।
সার্কেল অফিসার (সিও) খেকরা রোহন চৌরাসিয়া বলেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটি পাঠশালা রোডের একটি ধাবা থেকে তোলা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি চুলায় রাখার আগে রুটিগুলোতে থুথু ফেলছেন।।
এ ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।এ বিষয়ে আরও তদন্ত চলছে বলেও তিনি জানান।