<![CDATA[
পুলিশ দেখলে পেছনে নয়, নেতাকর্মীদের সামনে এগোনোর নির্দেশ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত সমাবেশে এ নির্দেশ দেন তিনি।
গয়েশ্বর চন্দ্র বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে লাভ নেই। লাঠি হাতে কর্মসূচি পালনের ঘোষণা দিতে হবে। পতাকার নিচে লাঠি থাকবে। বাড়ি বাড়ি গিয়ে হামলা করলে বিএনপিও ক্ষমতাসীনদের বাড়ি চিনে নেবে। চিকন লাঠিতে না পোষালে মোটা বাঁশ হাতে নিতে হবে।
বর্তমান সরকারের কাছে দাবি নয়, তাদের ক্ষমতাচ্যুত করাই বিএনপির লক্ষ্য বলে মন্তব্য করেন গয়েশ্বর।
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ৫০০ শতাংশ বেশি দামে কেনার পাঁয়তারা চলছে অভিযোগ করে তিনি আরও বলেন, কিছু লোকের লুটপাট করার ষড়যন্ত্র। নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীন। মাত্র রিহার্সেল চলছে, খেলা এখনও শুরু হয়নি। জনগণের দাবি বর্তমান সরকারের পদত্যাগ।
আরও পড়ুন: রক্ত দেব, তবুও প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হতে দেব না: আমান
গণতান্ত্রিক বিশ্বের কাছে সহায়তার আহ্বান জানিয়ে তাদের বলব না, ক্ষমতায় বিএনপিকে নিয়ে আসতে। কে ক্ষমতায় আসবে, সেটা জনগণ নির্ধারণ করবে। তবে সে ক্ষেত্র তৈরিতে বহির্বিশ্বের সহায়তার আহ্বান চান গয়েশ্বর।
এদিকে পুলিশকে আবারও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগরীতে জোনভিত্তিক ১৬ স্থানে সমাবেশের অংশ হিসেবে ১১তম দিনে বুধবার (২১ সেপ্টেম্বর) মিরপুরে সমাবেশ করে দলটি। ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এ সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ সিনিয়র নেতারা বক্তব্য দেন। সমাবেশ কেন্দ্র করে দুপুরের আগ থেকেই মিরপুর এলাকায় বিভিন্ন গলিতে অবস্থান নেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
]]>