রিয়ালে আরও চার বছরের চুক্তি বাড়িয়েছেন গার্সিয়া | চ্যানেল আই অনলাইন

রিয়ালে আরও চার বছরের চুক্তি বাড়িয়েছেন গার্সিয়া | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব বিশ্বকাপে নিজের সেরাটা দেখিয়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড গঞ্জালো গার্সিয়া। ছয় ম্যাচে চার গোল করে নতুন কোচ জাবি আলান্সোর নজর কেড়েছেন। এবার ক্লাবটির সঙ্গে চার বছরের নতুন চুক্তি করেছেন বর্ষী স্পেন তারকা। 

বিবৃতিতে চুক্তির বিষয়টি জানিয়েছে রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী ২০৩০ সালের জুন পর্যন্ত লস ব্লাঙ্কোসদের হয়ে খেলবেন গার্সিয়া। ২০১৪ সালে ১০ বছর বয়সে রিয়ালে নাম লেখান গার্সিয়া।

রিয়াল মাদ্রিদের একাডেমি কাস্তিয়া থেকে উঠে এসেছেন গার্সিয়া। মূল দলে এ পর্যন্ত গার্সিয়া ১২ ম্যাচ খেলেছেন। লা লিগা ও ইউরোপসেরার মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগে নিজেকে আরো প্রমাণ করার সুযোগ তার। কাইলিয়ান এমবাপে ও ব্রাজিলিয়ান এন্ডরিকের সঙ্গে নিজেকে কীভাবে টেক্কা দিবেন তা সময়ই বলে দিবে।

স্প্যানিশ সংবাদমাধ্যমে কয়েকদিন ধরেই আলোচনা ছিল, ২১ বর্ষী তারকা গার্সিয়া চলতি গ্রীষ্মেই ক্লাব ছাড়বেন। গার্সিয়াকে মূলদলের শক্ত হাতিয়ার হিসেবে ব্যবহার করতেই ক্লাবটি তার সঙ্গে চুক্তি বাড়িয়েছে।

শিরোপাবিহীন এক মৌসুম কাটিয়ে লস ব্লাঙ্কোসরা আগামী মৌসুমের প্রথম ম্যাচ খেলবে ১৯ আগস্ট। নতুন কোচের অধীনে প্রথম লা লিগার ম্যাচটি ওসাসুনার বিপক্ষে।

Scroll to Top