এই খবরটি পডকাস্টে শুনুনঃ
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, যারা রাস্তা বন্ধ করে আন্দোলন করে, তারাই আবার রাস্তায় যানজট নিয়েও কথা বলে। এখানে আমাদের কী করণীয় আছে?
মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকা পুরাতন কেন্দ্রীয় কারাগারের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে এসব বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো প্রকল্পের কাজ যথাসময়ে এবং প্রাক্কলিত বাজেটের মধ্যেই শেষ করতে হবে। এসময় রাজধানীর যানজট কমাতে রাস্তাগুলোকে আরও প্রশস্ত করার কথা জানিয়েছেন তিনি।