সন্ধ্যায় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষটি স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচের কিছু সময় পরই গ্লোবাল সুপার লিগে মাঠে নামবে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্স। সেখানে আবার রংপুরের প্রতিপক্ষ সাকিব আল হাসানদের দল দুবাই ক্যাপিটালস।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ। আর গায়ানায় গ্লোবাল সুপার লিগের ফাইনালে ওঠার লক্ষ্যে রংপুর খেলবে দুবাইয়ের বিপক্ষে। জাতীয় দলের ম্যাচ শুরুর ৩০ মিনিট পর রাত ৮টায় শুরু হবে রংপুর-দুবাইয়ের ম্যাচ।
গ্লোবাল সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এখন পর্যন্ত অপরাজিত। দুই ম্যাচ খেলে দুটিতেই তারা জয় পেয়েছে। অবশিষ্ট দুই ম্যাচের মধ্যে একটিতে জিতলেও নুরুল হাসান সোহানের দলটি ফাইনালে উঠে যাবে। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে রংপুরের অবস্থান দুইয়ে। ৩ ম্যাচে সমান ৪ পয়েন্ট পেলেও শীর্ষে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, নেট রানরেটে এগিয়ে আছে ইমরান তাহিরের দলটি।
অন্যদিকে, জাতীয় দলে না থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিব এখন প্রায় নিয়মিত। দুবাইয়ের হয়ে প্রথম ম্যাচে ব্যাটে বলে ভালো পারফরম্যান্স করে দলকে জিতিয়েছেনও। পরের দুই ম্যাচে সাকিবের পাশাপাশি তার দলও ব্যর্থ হয়। কাগজে কলমে সাকিবের দল টিকে থাকলেও আদতে ফাইনালে খেলার সম্ভাবনা তাদের নেই বললেই চলে।