শনিবার (২০ মে) দিবাগত রাত ৩টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে রওনা হবে হজের প্রথম ফ্লাইট। বাংলাদেশ বিমানের বিজি ৩০০১ ডেডিকেটেড ফ্লাইটি ৪১৯ জন যাত্রী নিয়ে যাত্রা করবে।
এরইমধ্যে আশকোনা হজ ক্যাম্পে শুরু হয়ে গেছে তাদের ইমিগ্রেশন প্রক্রিয়া। এবার রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় সৌদি অংশের ইমিগ্রেশন ও ঢাকাতে হচ্ছে। প্রথম ফ্লাইটে যারা যাচ্ছে, তারা সবাই সরকারি ব্যবস্থাপনার হজ যাত্রী। সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট তারা।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
এ বছর প্রাক হজ ফ্লাইটে ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। হজের আগে ২২ জুন বিমানের হজ ফ্লাইট শেষ হবে। চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালনের করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজযাত্রীদের ৫০ শতাংশ অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। বাকি ৫০ শতাংশ সৌদি এয়ারলাইনস বহন করবে।
/এমএন