ঢাকা, ১৮ এপ্রিল – রাজধানীর বনানীর আদর্শ নগর পুরা বস্তি এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে সাব্বির রহমান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
নিহত সাব্বির চায়ের দোকানের কর্মচারী। তিনি বনানী থানার আদর্শ নগর পুরা বস্তি এলাকার বাসিন্দা। তার বাড়ি বি-বাড়িয়া জেলার নাসিরনগর থানার আশুড়ায় গ্রামে।
মৃত সাব্বির রহমানের দুলাভাই রিপন আহমেদ বলেন, সাব্বির আমার একটি চায়ের দোকানে কাজ করতো। সন্ধ্যা ৭টার দিকে সে বন্ধুদের নিয়ে বনানীর আদর্শ নগর পুরাবস্তির সাত তলা সংক্রমণ ব্যাধি হাসপাতালের মাঠে ক্রিকেট খেলছিল। পরে হাসপাতালে জানালা স্পর্শ করলে সেখানে বিদ্যুৎস্পৃষ্ঠে অচেতন হয়ে পড়ে সাব্বির। পরে আমরা খবর পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই কিশোরের মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানা পুলিশকে জানিয়েছে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৮ এপ্রিল ২০২৫