রাজধানীর পুরানা পল্টনে বহুতল ভবনে আগুন – DesheBideshe

রাজধানীর পুরানা পল্টনে বহুতল ভবনে আগুন – DesheBideshe



রাজধানীর পুরানা পল্টনে বহুতল ভবনে আগুন – DesheBideshe

ঢাকা, ০২ জুন – রাজধানীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২ জুন) সকাল ৬টা ৫৫ মিনিটে পুরানা পল্টন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি।

তিনি বলেন, পুরানা পল্টনে একটি ১০ তলা ভবনের ৬ তলায় আগুন লাগে। সকালে রাস্তা ফাঁকা থাকায় খবর পেয়ে ৭টা ১ মিনিটেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরে পাঁচটি ইউনিটের ১৭ মিনিটের প্রচেষ্টায় সকাল ৭টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

খায়রুল ইসলাম রনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০২ জুন ২০২৫



Scroll to Top