ইসরায়েলের হামলায় বিপর্যস্ত ফিলিস্তিন। প্রতিদিনই বুলেট বোমার আঘাতে সেই ভূখণ্ডে মরছে শিশু থেকে বৃদ্ধ। মানবিক বিপর্যয়ের সবচেয়ে করুণ অবস্থা এখন গাজায়, তৈরী করা হয়েছে কৃত্রিম দুর্ভিক্ষ। বুলেট বোমার আঘাত ছাড়া এখন প্রতিদিনই সেখানে না খেয়ে মরছে বহু মানুষ!
ফিলিস্তিনে মানবিক এই বিপর্যস্ত সময়ে আচমকাই শোনা গেল, ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৭৪তম আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ফিলিস্তিন! যা নিয়ে বিশ্ব মিডিয়ায় চলছে পক্ষে বিপক্ষে আলোচনা, সমালোচনা।
‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার আসন্ন ৭৪তম আসরে অংশ নিচ্ছে ফিলিস্তিন! যা স্বীকার করে অফিশিয়াল স্টেটমেন্ট দিয়েছে ‘মিস ইউনিভার্স’ সংস্থা। ফিলিস্তিনের হয়ে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় কে প্রতিনিধিত্ব করছেন- এটা ইতিমধ্যে সংবাদমাধ্যমের বদৌলতে অনেকেই জেনে ফেলেছেন।
যারা জানেন না, তাদের জন্য- ২৭ বছর বয়সী নাদিন আয়ুব ই ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন ফিলিস্তিনের হয়ে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় প্রথমবার অংশগ্রহণ করে। আয়ুব অংশ নেবেন প্রতিযোগিতার ৭৪তম আসরে, যা আগামী ২১ নভেম্বর ব্যাংকক, থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। বিশ্বের ১৩০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা এতে অংশ নেবেন।
নাদিন আয়ুবের অংশ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে ‘মিস ইউনিভার্স’ সংস্থা, এবং তারা বলছেন, ‘মিস ইউনিভার্স’ এর লক্ষ্য হলো বৈচিত্র্য ও নারীশক্তির প্ল্যাটফর্ম তৈরি করা।
তবে বিতর্কের জায়গা হলো- কোনো আনুষ্ঠানিক ‘মিস ফিলিস্তিন’ প্রতিযোগিতা আয়োজনের তথ্য নেই, কিংবা অন্য প্রতিযোগীদের নামও প্রকাশিত হয়নি। ওয়েবসাইটে কেবল নাদিন আয়ুবের ছবি পাওয়া যায়।
কে এই নাদিন আয়ুব?
নাদিন আয়ুবের জন্ম যুক্তরাষ্ট্রে এবং বেড়ে ওঠা কানাডায়। বর্তমানে তিনি দুবাইতে বসবাস করছেন। কানাডা থেকে তিনি ইংরেজি সাহিত্য ও মনোবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেছেন। মডেল এবং ওয়েলনেস কোচ হওয়ার পাশাপাশি আয়ুব রামাল্লার ফ্রেন্ডস স্কুলে শিক্ষকতা করেছেন এবং ‘ইউনাইটেড ইন হিউম্যানিটি’ সংস্থার মাধ্যমে গাজায় মানবিক কাজও করেছেন। এছাড়া তিনি দুবাইতে ‘অলিভ গ্রিন একাডেমি’ পরিচালনা করছেন, যেখানে মানুষকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়।
আয়ুবকে নিয়ে যে কারণে রহস্য
‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় নাদিন আয়ুবের অংশগ্রহণকে নিউ ইয়র্ক পোস্ট ‘রহস্যময়’ বলে সংবাদ প্রকাশ করে। প্রতিবেদনটিতে তারা প্রশ্ন তুলেছে, দুবাইতে থাকা এক কানাডিয়ান কীভাবে হলেন ‘মিস ফিলিস্তিন’? আর যাচ্ছেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায়?
আয়ুবের অংশগ্রহণ নিয়ে বিতর্ক আরো উস্কে দেন নিউ ইয়র্কভিত্তিক এক ইহুদি কর্মী ও সাবেক মিস ইসরায়েল রানার-আপ আডেলা কোজাব। তিনি এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। এছাড়া ‘মিস ফিলিস্তিন’ সংস্থার ওয়েবসাইটটি মাত্র মে মাসে খোলা হয়েছে এবং সেখানে কেবল নাদিনের ছবিই রয়েছে, নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে কোনো তথ্য নেই। যা আরো সন্দেহের সৃষ্টি করেছে।
আয়ুবের আত্মপক্ষ সমর্থন
আয়ুব জানিয়েছেন, তিনি এর আগেই ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নিতে চেয়েছিলেন। তিনি ২০২২ সালে ‘মিস ফিলিস্তিন’ খেতাব অর্জন করেছিলেন। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এবং ইসরায়েলের পাল্টা হামলার কারণে সিদ্ধান্ত পিছিয়ে দেন। তার মতে, তখন বিশ্বের মনোযোগ ফিলিস্তিনিদের দুর্ভোগে থাকা উচিত ছিল, তার ব্যক্তিগত অংশগ্রহণে নয়।
আন্তর্জাতিক প্রেক্ষাপট
নাদিন আয়ুবের অংশগ্রহণকে মূলত একটি রাজনৈতিক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ফিলিস্তিনের এই উপস্থিতি গাজা যুদ্ধ ও দুই রাষ্ট্রভিত্তিক সমাধান প্রসঙ্গে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লষকরা। – নিউ ইয়র্ক পোস্ট এবং নিউজ এইটিন