রমজান মাসে রাস্তাঘাট অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহবান

রমজান মাসে রাস্তাঘাট অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহবান

 

পবিত্র রমজান মাসে রাস্তা-ঘাট অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ রোববার সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান  এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান চলমান। মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সমাগত। এই উৎসবের প্রস্তুতির পাশাপাশি রমজান মাসের এসময় দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণ বৃদ্ধি পায়। পরিবর্তিত অফিস সময়ে কাজ সম্পাদন করে ধর্মপ্রাণ মুসলমানগণ পরিবারের সাথে ইফতার করতে নিজ নিজ বাসায় ছুটে যান।

স্বাভাবিকভাবেই রমজান মাসে নগরীর সড়ক সমূহে যানবাহনের আধিক্য বেশি থাকে। অল্প সময়ে অধিক সংখ্যক যানবাহন ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশকেও নানা চ্যালেন্জের সম্মুখীন হতে হয়। এর বাইরে ইদানীং কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন দাবীদাওয়া আদায়ের নামে কথায় কথায় রাস্তা-ঘাট অবরোধ করে নগরবাসীর জীবনযাত্রা কঠিন করে তুলেছে।

এমতাবস্থায়, নগরবাসীর সুবিধার্থে পবিত্র মাহে রমজানের বাকি সময়গুলোতে রাস্তা-ঘাট  অবরোধ করে অহেতুক জনভোগান্তি তৈরি না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

Scroll to Top