যে রেকর্ড ভুলে যেতে চাইবে দুর্দান্ত ঢাকা – Allrounder BD

যে রেকর্ড ভুলে যেতে চাইবে দুর্দান্ত ঢাকা – Allrounder BD

যে রেকর্ড ভুলে যেতে চাইবে দুর্দান্ত ঢাকা – Allrounder BD

চলতি বিপিএলের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছিল দুর্দান্ত ঢাকা। দলটির সমর্থকরা ধরে নিয়েছিলেন দুর্দান্ত কিছুই উপার বুঝি উপহার দেবে তাসকিন আহমেদ-শরীফুল ইসলামরা। তবে সমর্থকদের সেই ভুল ভাঙতে বেশিদিন সময় লাগেনি। পরের ম্যাচ থেকেই জয়ের কথা ভুলে গেছে ঢাকা।

টুর্নামেন্টে সেই সাথে লজ্জার এক রেকর্ডেরও সঙ্গী হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। দেশের সবচেয়ে বড় ঘরোয়া এ টুর্নামেন্টে টানা আটটি ম্যাচ হেরেছে তারা। তাতেই সিলেট রয়্যালসকে পেছনে ফেলে টানা সবচেয়ে বেশি হারের রেকর্ডটি নিজেদের করে নিয়েছে ঢাকা। ২০১২ সালে সিলেট রয়্যালস টানা সাতটি ম্যাচ হেরেছিল। এবার টানা আট ম্যাচ হেরে লজ্জার রেকর্ডটি থেকে তাদের মুক্তি দিল দুর্দান্ত ঢাকা।

টুর্নামেন্টে দেশি তরুণদের উপর ভরসা রেখে দল সাজিয়েছিল ঢাকা। অনেকেই ধরে নিয়েছিলেন তরুণরা দুর্দান্ত কিছু করবে। তবে শরীফুল ইসলাম ও নাঈম শেখ ব্যতিত কেউই পারেনি ধারাবাহিকভাবে ভালো খেলতে। দলে যোগ দেওয়া অস্ট্রেলিয়ার ব্যাটার অ্যালেক্স রস তবুও মন্দের ভালো খেলেছেন। কিন্তু তাসকিন আহমেদ-আরাফাত সানিরা দিতে পারেননি আস্থার প্রতিদান।

রস বাদে ঢাকার বিদেশি খেলোয়াড়রা পারেননি তেমন কিছুই করতে। সেই সাথে দেশি খেলোয়াড়রা নিজেদের মেলে ধরতে ব্যর্থ হওয়ায় ঢাকার এ বেহাল দশা।

Scroll to Top