যে নাটকের ট্রেলার দেখে ‘সিনেমার’ স্বাদ পাচ্ছেন দর্শক! | চ্যানেল আই অনলাইন

যে নাটকের ট্রেলার দেখে ‘সিনেমার’ স্বাদ পাচ্ছেন দর্শক! | চ্যানেল আই অনলাইন

ভালোবাসা দিবসে উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে জাকারিয়া সৌখন পরিচালিত নাটক ‘মন দুয়ারী’। মুক্তির আগে এর ট্রেলার প্রকাশের পর আলোচনার জন্ম দিয়েছে। নাটক হলেও তিন মিনিটের ট্রেলার দেখে একেবারে সিনেমার স্বাদ পাচ্ছে দর্শক!

অনেকে সোশ্যাল মিডিয়াতে লিখছেন, সিনেমার ফিল দিল ‘মন দুয়ারী’। এই ভালোবাসা দিবসে ‘মন দুয়ারী’ একেবারে জমিয়ে দেবে! এই নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও নিহা।

ট্রেলারে দেখা গেছে, গ্রামীণ নয়ানাভিরাম দৃশ্য! এমআর মামুন লিখেছেন, নাটকের মাঝে গ্রামগঞ্জের ঐতিহ্য সংঙ্কৃতি সৌন্দর্য ইত্যাদি তুলে ধরা হয়েছে, যা চোখে শান্তি দিয়েছে। এজন্য নাটকটির সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। তুষার ইমরান লিখেছেন, জাকারিয়া সৌখিন মানেই সিনেমার ফিলিং। আগামীতে বড়পর্দায় তার কাজ দেখার অপেক্ষায় থাকলাম। মুহিত শেখ লিখেছেন, এই ট্রেলার অনেক বাংলা সিনেমার চেয়ে ভালো!

‘পথে হলো দেরি’সহ একাধিক নাটক বানিয়ে প্রশংসা অর্জন করেছেন জাকারিয়া সৌখিন। তিনি বলেন, চেষ্টা করেছি অনেকটা সিনেম্যাটিক আয়োজনে কাজটি করার। ভ্যালেন্টাইনে সবসময় একই টাইপের গল্পে নাটক নির্মিত হয়। কিন্তু আমাদের গল্পটি সম্পূর্ণ আলাদা। আপাতত এটুকুই বলছি। বাকিটা দেখার পর আপনারাও বুঝতে পারবেন।

নাটকটিতে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, আমিনুর রহমান বাচ্চু, শফিউল আলম বাবু, মিলি মুন্সী, শারমীন সুলতানা শর্মী, রাইসা প্রমুখ।

‘মন-দুয়ারী’তে থাকছে দুটি গান। সোমেশ্বর অলির কথায় একটি গান সুর-সংগীত করেছেন সাজিদ সরকার, গেয়েছেন রেহান রসূল ও কনা। আর দ্বিতীয় গানটি লিখেছেন লিমন। সুর এবং কণ্ঠ নাজির মাহমুদ, সংগীত সজীব দাশ।

Scroll to Top