যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি: শেষ সময়ে ব্যবসায়ীদের দ্বারস্থ সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি: শেষ সময়ে ব্যবসায়ীদের দ্বারস্থ সরকার

শুরুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর–কষাকষির নেতৃত্বে ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এরপর যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। গত ৫ এপ্রিল খলিলুর রহমান এক ব্রিফিংয়ে বলেছিলেন, ‘ব্যাপারটা আকস্মিক নয়, আমরা এর জন্য প্রস্তুত। শিগগিরই আমরা একটা ব্যবস্থা নেব এবং সেটা মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করেই নেব।’

ওই ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছিলেন, ‘আমাদের শিল্পের যে অবয়ব এবং আমাদের পণ্যের যে পরিপক্বতা, মনে হয় বড় সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে বাংলাদেশের জন্য।’

গত ২৬ জুন ইউএসটিআরের সঙ্গে বৈঠক করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরকারকে বার্তা দেন, তখন পর্যন্ত আলোচনায় সব দেশের চেয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে।

সর্বশেষ ৯ থেকে ১১ জুলাই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইউএসটিআরের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ। এ দফায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিন দিনের আলোচনা শেষে দলটি দেশে ফিরে এ বিষয়ে কোনো সুসংবাদ দিতে পারেনি। এমনকি এনডিএর অজুহাত দেখিয়ে আলোচনার বিষয়ে তিনি বেসরকারি খাতের কাউকে বিস্তারিত কিছু জানাতে অপারগতার কথা জানান।

Scroll to Top