যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ মারা গেছেন | চ্যানেল আই অনলাইন

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ মারা গেছেন | চ্যানেল আই অনলাইন

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরিফ লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) 

শনিবার (২৩ আগস্ট) লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতান মাহমুদ শরিফ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সুলতান মাহমুদ শরিফ ২০১১ সাল থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ১৯৬৯ সালে তিনি লন্ডন মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতা সংগ্রামে তিনি বিশেষ ভূমিকা রেখে গেছেন।

মৃত্যুকালে তিনি দুই মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

সুলতান মাহমুদ শরিফের মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

Scroll to Top